Wellcome to National Portal
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মে ২০২৪

অভিকর্ষীয় ও চুম্বকীয় জরিপ শাখা

শাখাঃ অভিকর্ষীয় ও চুম্বকীয় জরিপ

(Branch: Gravity and Magnetic Survey)

শাখা প্রধানঃ জনাব খন্দকার আবুল হাসান মোহাম্মদ সাইফুর রহমান

                পরিচালক (ভূপদার্থ)

ফোন (অফিস): ৯৩৪২৫৭৭

মোবাইল: ০১৭৫৬৫৪৮৩৩০

ই-মেইল: hasangsb@yahoo.com

 

 

বাংলাদেশের নবীন পলল আবৃত এলাকার ভূগর্ভস্থ শিলাস্তরের বিন্যাস, খনিজ সম্পদের অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গঠন কাঠামো নির্ণয়ের জন্য বিভিন্ন ভূ-পদার্থিক জরিপ পদ্ধতির প্রয়োগ অপরিহার্য্য। অভিকর্ষীয় ও চুম্বকীয় জরিপ এ পদ্ধতিগুলির অন্যতম। অধিদপ্তর কর্তৃক কয়লা আবিষ্কারে অভিকর্ষীয় ও চুম্বকীয় জরিপ মূখ্য ভূমিকা পালন করেছে।

লোকবলঃ

  1. জনাব মোঃ শাহজাহান, উপ-পরিচালক (ভূপদার্থ) ।
  2. জনাব মোহাম্মদ জহির উদ্দিন, উপ-পরিচালক (ভূপদার্থ) ।
  3. জনাব মোসাঃ সিরাজুম মনিরা, সহকারী পরিচালক (ভূপদার্থ) ।
  4. জনাব নাজমুন নাহার, সহকারী পরিচালক (ভূপদার্থ) ।

 

দায়িত্ব ও কার্যাবলীঃ

  • অভিকর্ষীয় ও চুম্বকীয় জরিপ পরিচালনার মাধ্যমে ভূঅভ্যন্তরের সম্ভাব্য স্তরবিন্যাস ও বেসিনের গঠন কাঠামো সম্পর্কে ধারণা প্রদান;
  • খনিজ সম্পদ ও ভূতাত্ত্বিক তথ্যাবলী জানার লক্ষ্যে খনন কূপের স্থান নির্ধারণসহ পরবর্তী কার্যক্রমের সুপারিশ;
  • সংগৃহীত উপাত্তের ব্যাখ্যা-বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদন প্রণয়ন।